প্রকাশিত: Mon, Mar 4, 2024 10:49 PM
আপডেট: Mon, Jan 26, 2026 2:50 PM

[১] অনাবাদি জমি চাষের আওতায় আনতে সহযোগিতা চেয়েছেন কৃষিমন্ত্রী

আনিস তপন: [২] একই  সঙ্গে ফসলি জমি রক্ষা এবং মজুতদারি রোধে জেলা প্রশাসকদের সহযোগিতা চেয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুস শহীদ। সোমবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলনে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সেশনে মন্ত্রী এ আহ্বান জানান। 

[২.১] পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য মানসম্পন্ন বীজ সরবরাহ করতে হবে। বীজ থেকে চারা না গজালে বা অঙ্কুরোদগম না হলে, দায়ী ব্যক্তিদের চরম শাস্তি দেওয়া হবে।

[৩] পৃথক বৈঠকে সারাদেশের জেলা-উপজেলাগুলোতে নদী রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে ডিসিদের প্রতি অনুরোধ জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।  তিনি স্থানীয় পর্যায়ের নদী রক্ষা কমিটিগুলোর সভা প্রতি বছরে নিয়মিত করার তাগিদ দেয়া হয়েছে।

[৩.১] সভায় জানানো হয়, প্রকল্প পরিচালকের বাইরে মাঠ প্রশাসন যাতে প্রকল্প বাস্তবায়নে সহায়তা করে এজন্য প্রকল্প পরিচালক, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ডিসিরা যাতে সমন্বয় করে প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা রয়েছে।

[৩.২]  নতুন প্রকল্প নেয়ার আগে মাঠ প্রশাসনের সঙ্গে পরামর্শ করার তাগিদ দেয়া হয়েছে। প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা ডিসিদের মনিটরিং করতে বলা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব